<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগরীতে বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টিঅ্যান্ডজেড অ্যাপারেলসের শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, শ্রমিক ছাড়াও স্টাফদের অনেকের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতি মাসেই বেতন পরিশোধ করতে গড়িমসি করে। বাধ্য হয়ে শ্রমকি-কর্মীরা আন্দোলনে নামেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></p> <p> </p>