<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শেখর ও তাঁর স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এসব তথ্য জানিয়েছেন। গতকাল সাইফুজ্জামান শেখর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবেদনে বলা হয়, সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাইফুজ্জামান শেখর। তাঁর বাবা মোহাম্মদ আছাদুজ্জামান জাতীয় সংসদে মাগুরা-২-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বোন কামরুল লায়লা জলি জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>