<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজের গুম হওয়ার অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও গুমের শিকার সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমার গুমের বিষয়টি অফিশিয়ালি লিপিবদ্ধ করতে গুম কমিশনে এসেছি। যেহেতু মানবতাবিরোধী অপরাধ আদালত পুনর্গঠিত হয়েছে, এ বিষয়ে আমি ট্রাইব্যুনালেও মামলা করব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার গুলশান অ্যাভিনিউয়ে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টায় উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিচয়ে আমাকে তুলে নিয়ে যায়। তারা ৬১ দিন পর আমাকে আরেকটি দেশে (ভারত) পাচার করে। এই সময়ের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলি আমি কমিশনকে অবহিত করেছি। কমিশনের দায়িত্ব এবং কর্মপরিধির মধ্যে যা থাকবে, তারা তাই করবে। তদন্ত করে সত্য খুঁজে বের করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুমের হুকুমদাতা ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাসহ ঊর্ধ্বতন যেসব কর্তৃপক্ষের নির্দেশে গুম-খুন করা হয়েছে এবং এর সঙ্গে যারা জাড়িত, তাদের খুঁজে বের করতে হবে। বিচারের আওতায় আনতে হবে। গুমের সংস্কৃতি এই দেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে। এটা জাতির দাবি, ৫ আগস্ট বিল্পবের দাবি, শহীদের রক্তের দাবি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির এই নেতা বলেন, (অপরাধীদের) অনেকেই আটক হয়েছেন। আবার অনেকে পাশের দেশে (ভারত) পালিয়ে গেছেন। কমিশনকে তাঁদের খুঁজে বের করতে হবে। শুনেছি, জেনারেল জিয়াউল আহসান তো জেলে খুব আরামেই আছেন।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>