<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন হলো প্রবারণা। আজ রাত ৯টা ১২ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে, যা আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ২৬ মিনিটে শেষ হবে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন ভিক্ষুসংঘের প্রাতরাশ, শীল গ্রহণ ও বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের প্লিদান, আলোচনা সভা, ফানুস ওড়ানোসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশসহ সম্মিলিত বৌদ্ধ ভিক্ষুসংঘের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার পাহাড়ে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে না। গত ৬ অক্টোবর রাঙামাটি শহরের কাঁঠালতলী মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করে সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘিরে নিরাপত্তাজনিত কারণে এ বছর কঠিন চীবর দানোৎসব বাতিলের ঘোষণা দেন সম্মিলিত বৌদ্ধ ভিক্ষুসংঘ।</span></span></span></span></p>