<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় সংস্কার কমিশনের প্রধানরা আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। গত বুধবার রাতে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৩ অক্টোবর গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং ৬ অক্টোবর গঠিত সংবিধান সংস্কার কমিশনের ছয় প্রধান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। ওই কমিশনগুলোর সদস্যরা যাঁরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নন, তাঁরা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা সম্মানি এবং যাঁরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তাঁরা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য পাঁচ হাজার টাকা সম্মানি প্রাপ্ত হবেন।</span></span></span></span></p>