<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবর রহমান (৯৪) আর নেই। তিনি বার্ধক্যের কারণে গতকাল সকালে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়ায় গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড থেকে নিশ্চিত করা হয়েছে। মজিবর রহমান মাস্টারের জন্ম ১৯৩১ সালের ১ মার্চ। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর। স্বাধীনতা-পরবর্তী সময়ে মজিবর রহমান শ্যামপুর হাই স্কুলে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছেন স্কুল-কলেজ মাদরাসাসহ বহু প্রতিষ্ঠান। তাঁর নামে বদরগঞ্জে রয়েছে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মুক্তিযোদ্ধা মজিবর রহমান কল্যাণ ট্রাস্ট</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। ২০২৩ সালে মজিবর রহমান পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ২০১১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনে অংশ নেওয়ার জন্য বদরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে ভাষাসৈনিকের স্বীকৃতি দেওয়া হয় মজিবর রহমান ও তাঁর সঙ্গী আব্দুল জব্বার সরকারকে।</span></span></p>