<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে প্রায় এক মাস আগে। নতুন কমিটি ঘোষণা না হওয়ায় স্থবির হয়ে পড়েছে দলের কার্যক্রম। কমিটিতে পদ পেতে ত্যাগীদের পাশাপাশি সুবিধাবাদী ও বিতর্কিতরাও দৌড়ঝাঁপ শুরু করেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কমিটি। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। অভিযোগ রয়েছে, এস আলমের গাড়িকাণ্ডে দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আর নতুন কমিটিতে এই তিনজনের স্থান হবে না বলে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে যেকোনো সময় দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা হতে পারে বলে আলোচনা চলছে। তাই কমিটিতে স্থান পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। তাঁরা তদবিরও করছেন বিভিন্ন পর্যায়ে। দৌড়ে ত্যাগী নেতাকর্মীরা যেমন আছেন, তেমনি আছেন বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচিত কয়েকজনও।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে তদবির করছেন প্রায় ৩০ জন। সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় আছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সহসভাপতি ইদ্রিস মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাবেক সহসভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে সাধারণ সম্পাদক বা সদস্যসচিব পদে আলোচনায় আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোছাইনী, সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, সাবেক যুগ্ম সম্পাদক এম মনজুর উদ্দীন চৌধুরী. বিলুপ্ত কমিটির সদস্য মজিবুর রহমান প্রমুখ।</span></span></span></span></p>