<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ভিনদেশিদের ঢুকিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার গণ-অভ্যুত্থানে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুহুল কবীর রিজভী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভেতরে তারা ভিনদেশি লোকদের ঢুকিয়েছিল। আমরা এই কথাগুলো শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমলেও নিইনি। কিন্তু এখন জিনিসটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে গেছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, ভিনদেশি নাগরিকদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ঢোকানো হয়েছে। কারণ, তারা হিন্দিতে কথা বলেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিজভী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনা এই কাজগুলো করেছেন। কারণ নিজের দেশের লোকেরা যদি বিট্রে করে। তাই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে তিনি তাঁর প্রিয় দেশের কিছু সদস্য রেখেছেন। তা না হলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হিন্দিতে কথা বলবেন কেন? আমাদের আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা হিন্দুদের ভাড়া করে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে আরো ছিলেন বিএনপি নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, তানভীর আহমেদ রবিন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা বিএনপি পরিবার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মিথুন, স্বেচ্ছাসেবক দলের মুস্তাফিজুর রহমান মনির ও আরিফুর রহমান তুষার প্রমুখ।</span></span></span></span></p>