<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১১২ দিন পর আবার ক্লাসে যাচ্ছি। আমরা শেষ ক্লাস করেছিলাম ৩০ মে। এরপর মনে হয় না আমি কোনো দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি। এত দিন পর ৯টার ক্লাস ধরতে আবার আগেভাগে ঘুম থেকে উঠে দল বেঁধে ক্লাসে যাওয়া। এটি একেবারে প্রথম বর্ষের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আনন্দের পাশাপাশি বেশ কিছু সমস্যাও আছে আমাদের। প্রায় চার মাস পড়াশোনা থেকে দূরে থাকায় এক বিশাল ছন্দোপতন ঘটেছে। নতুন করে সব কিছু শুরু করলেও চার মাসের সেশনজটটা কাটানো কঠিন হবে আমাদের জন্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি, শিক্ষকদের আন্দোলন, কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১১২ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দিনের অনুভূতির কথা এভাবেই বলছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতানুল আরিফিন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ছাড়া সব বর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ক্লাসে আসেন। দেখা গেছে, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে করে হল থেকে শিক্ষার্থীরা ক্লাসের উদ্দেশে ক্যাম্পাস এলাকায় আসছেন। বন্ধুবান্ধবকে দেখে একে অপরকে গলায় জড়িয়ে ধরছেন। হাসিমুখে তুলছেন সেলফি। শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করে ছবি তুলছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা বলেছেন, এত দিন ক্লাস-পরীক্ষা সব কিছু বন্ধ থাকায় তাঁদের মধ্যে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেশনজটে পড়ার আশঙ্কা করে হতাশাও তৈরি হচ্ছিল তাঁদের মধ্যে। অবশেষে বিশ্ববিদ্যালয় খোলায় ভালো লাগছে। তাঁরা সেশনজট নিরসনে দ্রুত সময়ের মধ্যে ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিও জানান। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্লাসে ফেরার উৎসব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়। বিভাগটির শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ প্রায় চার মাস পর ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। তবে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এ জন্য সিলেবাস আগের তুলনায় কমিয়ে, ক্লাসের সংখ্যা বাড়িয়ে সেশনজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষকদের প্রতি আহবান থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের নাঈম সামাদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় বেশ ভালো লাগছে, তবে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের যথাযথ উদ্যোগ ছাড়াই কার্যক্রম শুরু করায় কিছুটা হতাশ হচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইবরাহীম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় অনেক ভালো লাগছে। সব কিছু একেবারে নতুনের মতো মনে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে গতকাল সকাল সাড়ে ৯টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান কর্মসূচিতে নেতৃত্ব দেন। উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনরা কর্মসূচিতে অংশ নেন। পরে উপাচার্য বিভিন্ন অনুষদের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় তিনি শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।</span></span></span></span></p>