<p>বিশ্বজুড়ে মাংকি পক্সের বিস্তারের মধ্যে প্রথম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাসের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে চলতি বছর মাংকি পক্স বিশ্বব্যাপী ছড়াতে শুরু করে। দেশটিতে মাংকি পক্সের প্রথম টিকা এমভিএ-বিএন পৌঁছানোর পর ডব্লিউএইচও এই টিকা প্রদানের অনুমোদন দিল। বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘মাংকি পক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন এ রোগের বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিকা জোগাড় করে তা বিলি করার বিষয়ে এখন আমাদের গতি বাড়াতে হবে।  যেসব স্থানে টিকা এখন সবচেয়ে বেশি জরুরি, সেসব স্থানের মানুষ যাতে সবার আগে টিকা পান, আমাদের সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’ চলতি বছর কঙ্গো প্রজাতন্ত্রে মাংকি পক্স প্রথম শনাক্ত হয়। গত জানুয়ারি থেকে ওই দেশে প্রায় ২২ হাজার মানুষের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়। এই রোগে প্রাণ হারিয়েছেন ৭১৬ জন। সূত্র : এএফপি</p> <p> </p>