<p>ঈদকে কেন্দ্র করে সারা দেশে একযোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি গতকাল শুরু হয়েছে। কবে পর্যন্ত অগ্রিম টিকিট পাওয়া যাবে সেটি বিআরটিসি নির্ধারণ করেনি। সংস্থাটি বলছে, যতক্ষণ বাসের টিকিট আছে ততক্ষণ অগ্রিম বিক্রি চলবে। তিন দিনের মধ্যে টিকিট শেষ হয়ে যেতে পারে—এমন ধারণা করা হচ্ছে।  এই প্রতিবেদন লেখার সময় গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা জানা যায়নি। বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, প্রথম দিন যাত্রীদের আশানুরূপ সাড়া পাওয়া গেছে। যাত্রীদের কাছে টিকিটের চাহিদা রয়েছে। ঈদকে কেন্দ্র করে ঢাকায় মাত্র ৫০টি বাস রেখে বাকি প্রায় ৫৫০টি বাস আন্ত জেলার বিভিন্ন রুটে চালানো হবে বলে জানান তাজুল ইসলাম।</p> <p>এদিকে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে কোনো প্রকার অনিয়ম, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়সহ সার্বিক বিষয় তদারকির জন্য কমিটি গঠন করেছে বিআরটিসি। এ ছাড়া ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআরটিসির প্রধান কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর : ০২৪১০৫৩০৪২।</p>