<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক দশক আগে স্কটল্যান্ডে পাওয়া ভাইকিং যুগের একটি রুপার পাত্র তৈরি হয়েছিল এশিয়ার পশ্চিমাঞ্চলে। এক হাজারের বেশি বছর আগে অর্ধেক দুনিয়া ঘুরে স্কটল্যান্ডে ঠাঁই হয়েছিল পাত্রটির। সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি জানা গেছে। পাত্রটি বর্তমানে যুক্তরাজ্য কিংবা আয়ারল্যান্ডে প্রাপ্ত ভাইকিং যুগের নিদর্শনের অন্যতম সংগ্রাহক গ্যালয় হাওয়ার্ডের সংগ্রহে রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক দশক আগে পাত্রটি যখন পাওয়া যায়, তখনো প্রাচীন কারুকার্যগুলো টিকে ছিল। এত বছর পরও এসব কারুকার্য টিকে থাকা অত্যন্ত বিরল ঘটনা। এর পৃষ্ঠটি শুধু এক্স-রে স্ক্যানের মধ্যমেই নজরে আসে। এরপর অবশ্য কারুকার্যগুলো আংশিকভাবে সরিয়ে সংরক্ষণ করা হয়েছে। পাত্রটির রুপালি পৃষ্ঠের বেশির ভাগ অংশজুড়ে থাকা সবুজাভ ক্ষয় অপসারণে লেজারের সাহায্যে পরিষ্কার করা হয়েছে। পাত্রটির বৈজ্ঞানিক বিশ্লেষণও করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাত্রটির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখযোগ্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নকশার মধ্যে মুকুট, অগ্নিবেদি ছাড়াও চিতাবাঘ, বাঘসহ প্রাণীগুলো প্রথমবারের মতো নজরে আসে। ৬৩২ খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের আগে শেষ পারস্য সাম্রাজ্য সাসানীয়র রাষ্ট্রধর্ম জরথুস্ট্রিয়ান মূর্তিচিত্রের সঙ্গে এসব নকশার মিল রয়েছে। এ ছাড়া পাত্রটি যে ধরনের রুপা দিয়ে তৈরি করা হয়েছে, তা আধুনিক ইরানের একটি খনি থেকে এসেছে বলে বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪ সালে বর্তমানের চার্চ অব স্কটল্যান্ডের জমিতে একটি মেটাল ডিটেক্টর বা ধাতব শনাক্তকারী যন্ত্রের সাহায্যে পাত্রটি খুঁজে পাওয়া যায়। এটিকে যুক্তরাজ্যে শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে একটি বলে আখ্যা দেওয়া হয়েছে। এটিতে পাঁচ কেজিরও বেশি রুপা, সোনা এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটি খ্রিস্টান পেক্টোরাল ক্রস থেকে ব্রোচ পর্যন্ত রয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান</span></span></span></span></p>