<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প উদ্যোক্তাদের মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বায়ার্স এবং সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় এক বছরের পরিবর্তে এখন থেকে তিন বছর মেয়াদি বৈদেশিক ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান মূলধনী যন্ত্রপাতি আনার জন্য এরই মধ্যে মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি ঋণের চুক্তি করেছে তাদের ঋণের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঋণের মেয়াদ বাড়লেও সুদের হার না বাড়াতে বলা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি সার্কুলারে আরো জানায়, মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বাড়তি উৎসাহ জোগাতে জারি করা এই নির্দেশনা কেবল এক্সপোর্ট প্রসেসিং জোন, প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমিক জোন, হাই-টেক পার্ক এবং সরকার ঘোষিত বিশেষায়িত জোনের ভেতরে কারখানার জন্য প্রযোজ্য হবে।</span></span></span></span></p>