<p>অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করব। তিনি বলেছেন, শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা, এটা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব।</p> <p>গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।</p> <p>তিনি বলেন, দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করবে। এই প্রত্যাশায় আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে এবং পুঁজিবাজারের বিদ্যমান সংকটের কিছু তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করতে কাজ চলছে।</p> <p>অর্থ উপদেষ্টা বলেন, আগের ব্যবস্থাগুলো যত রকম আছে সব কিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করব। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য। পুঁজিবাজারের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হবে। </p> <p>অর্থ উপদেষ্টা আরো বলেন, তারল্য সমস্যার সমাধান ও মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই দু-একটি দেখতে পাবেন। আমাদের যেটা লিমিট, সেটাই দিতে সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। </p> <p>এদিকে পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদ হারে পুনরর্থায়নের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে সুপারিশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।</p> <p>খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজারের বিদ্যমান অবস্থা এবং সংশ্লিষ্ট নানা বিষয় তথ্য সহকারে অনুষ্ঠিত বৈঠকে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসির সদিচ্ছার কথা ব্যক্ত করা হয়েছে। এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে সরকারের সদয় দৃষ্টি এবং নীতিসহায়তার অনুরোধ জানিয়েছি।</p> <p>বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি : চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কৌশল শীর্ষক প্রেজেন্টেশন দেওয়া হয়। এ সময় বিএসইসির সামগ্রিক কর্মকাণ্ড এবং পুঁজিবাজারের উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে অর্থ উপদেষ্টাকে অবহিত করা হয়।</p> <p>বৈঠকে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের ওপর আরোপিত কর হার যৌক্তিককরণ এবং সংশ্লিষ্ট সংস্কার আনা, প্রাইভেট ও পাবলিক কম্পানির ক্ষেত্রে কর হারে পার্থক্য যৌক্তিককরণ, আইসিবিকে প্রয়োজনীয় তহবিল সরবরাহের মাধ্যমে আইসিবির বিনিয়োগ সক্ষমতা বাড়ানো, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে সরকারি মালিকানাধীন কম্পানিকে সরাসরি তালিকাভুক্তি বা আইপিওর মাধ্যমে এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগ সৃষ্টি, বাংলাদেশে ব্যবসারত বহুজাতিক কম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রস্তাবনা তুলে ধরা হয়।</p> <p>বৈঠক শেষে সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, পুঁজিবাজার উন্নয়নে নীতিগত সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি দ্রুত ফলাফল পাওয়া যাবে।</p> <p>তিনি আরো বলেন, উনি শুধু আমাদের সঙ্গে নয়, তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইকুইটি, তারল্য সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।</p> <p>এর আগে বুধবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিএসইসিতে আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।</p> <p>বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p> </p>