<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশির ভাগ এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। গতকাল শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। সংস্থাটি আরো জানায়, গতকাল শনিবার আলেপ্পোর কিছু অংশে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ২০১৬ সালের পর সেখানে প্রথম হামলা চালাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের মিত্র দেশ রাশিয়া।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবজারভেটরি জানায়, গত বুধবার বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ বেসামরিকসহ তিন শতাধিক লোকের প্রাণ গেছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং সহযোগী দলগুলো সেখানে সরকারি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়া সরকারের সেনাদের ওপর বিদ্রোহীদের সবচেয়ে বড় আক্রমণ।   ২০১৬ সালে আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছিল সিরীয় বাহিনী। এই আক্রমণের মাধ্যমে বিদ্রোহীরা আবার শহরটিতে ঢুকল।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার সামরিক বাহিনীও  গতকাল শনিবার নিশ্চিত করেছে, বিদ্রোহীরা আলেপ্পো শহরের বড় অংশে ঢুকে পড়েছে।  এ সময় সংঘাতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার সরকারি বাহিনী বলেছে, পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য সাময়িকভাবে আলেপ্পো থেকে সেনাদের প্রত্যাহার করা হয়েছে। আলেপ্পোর বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে সিরিয়ার সামরিক সূত্র। </span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবজারভেটরি জানায়,  বিদ্রোহীরা  তেমন কোনো বাধার মুখোমুখি না হয়েই শহরের বেশির ভাগ এলাকা দখল করে নিয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীর সেনাদের প্রত্যাহার করায় কোনো লড়াই হয়নি।  সংস্থাটির এক মুখপাত্র বলেন, আলেপ্পোর  সিটি কাউন্সিল, পুলিশ স্টেশন, গোয়েন্দা অফিস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব খালি। এমনটি এর আগে হয়নি। সূত্র : বিবিসি</span></span></p>