<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুপাতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। মাউন্ট লিওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে আগুনের গোলা, ছাই আশপাশের গ্রামগুলোয় ছড়িয়ে পড়ছে এবং বহু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল সোমবার এ কথা জানায়। জনপ্রিয় পর্যটন দ্বীপ ফ্লোরেসে এই আগ্নেয়গিরির অবস্থান। এরই মধ্যে আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরি থেকে আগুনের মতো লাল লাভা, ছাই এবং জ্বলন্ত শিলা নির্গত হচ্ছে বলে জানিয়েছেন আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপদ মোকাবেলা কেন্দ্রের মুখপাত্র হাদি উইজায়া। দুর্যোগের কারণে আশপাশের অন্তত ১০টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আলজাজিরা, স্কাই নিউজ</span></span></span></span></span></p>