<p>ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ‘মহাবিকাশ অঘাড়ি’ জোটের আসন ভাগাভাগির তৎপরতা শুরু হয়েছে। জোটটি এ পর্যন্ত রাজ্যটির বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ২০০টিতে ঐকমত্যে পৌঁছেছে।</p> <p>মহাবিকাশ অঘাড়ি জোটের তিন শরিক কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এবং শরদ পাওয়ারের এনসিপি (এসপি) ২০০টি আসনে ঐকমত্যে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">পৌঁছে।</span> তবে বাকি আসনগুলো নিয়ে জটিলতা রয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যের সাতারা জেলার কারাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার বলেন, ‘আমাদের জোট এ পর্যন্ত ২০০টি আসনে ঐকমত্যে পৌঁছেছে। হরিয়ানার নির্বাচনের ফল মহারাষ্ট্রের নির্বাচনে কোনো <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রভাব</span> ফেলবে না।’ হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হয়েছে।</p> <p>এদিকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধবসেনার সঞ্জয় রাউত এবং শরদপন্থী এনসিপির জয়ন্ত পাতিল ও জিতেন্দ্র আহিরওয়াড়ের সঙ্গে বৈঠক করেছেন মহারাষ্ট্র রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে। সেখানে মুম্বাই ও কোঙ্কণ উপকূলের ২৫টি আসন ছাড়া বাকি আসনগুলোতে সমঝোতা হয়ে গেছে বলে কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি) মোট ১০০টি করে আসনে লড়বে।</p> <p>আগামী ২০ নভেম্বর এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনে ভোট হবে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। মূল লড়াই হবে বিজেপি, শিবসেনা (একনাথ শিণ্ডে) ও এনসিপির (অজিত) জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপির (শরদ) জোট ‘মহাবিকাশ অঘাড়ির’ মধ্যে। সংশ্লিষ্ট <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্রে</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জানা</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গেছে</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">রাজ্যের</span> শাসকজোটও এরই মধ্যে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বিজেপি ১৫০ থেকে ১৫৫টি, শিণ্ডেসেনা ৯০ থেকে ৯৫টি, এনসিপি (অজিত) ৪০ থেকে ৪৫টিতে লড়বে। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ইন্ডিয়া</span> টুডে, আনন্দবাজার পত্রিকা</p> <p> </p> <p> </p>