<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের পার্লামেন্টে সংসদ সদস্যদের সামনে গতকাল বুধবার দীর্ঘ প্রতীক্ষিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় পরিকল্পনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">  তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।  রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে নিজ দেশের অবস্থানকে যথেষ্ট শক্তিশালী করার লক্ষ্যে জেলেনস্কি এই বিজয় পরিকল্পনা করেছেন। পার্লামেন্টে জেলেনস্কি বলেছেন, এই পরিকল্পনায় আগামী বছরের মধ্যেই তাঁরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান করাতে পারেন। এই পরিকল্পনায় ন্যাটো সামরিক জোটে ইউক্রেনকে যোগদানের আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। রাশিয়ায় দূরপাল্লার অস্ত্র হামলায় মিত্রদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। এদিকে রাশিয়া জেলেনস্কির এমন পরিকল্পনা খারিজ করে দিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>