<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। গতকাল শনিবার ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের  তথ্যানুসারে, ২১ হাজার ১০০ কোটি ডলারের মালিকানাসহ জাকারবার্গ বর্তমানে বিশ্বে দ্বিতীয় ধনী ব্যক্তি। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলেছেন জাকারবার্গ। তবে শীর্ষ ধনীর আসনটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের দখলেই রয়েছে। ইলন মাস্কের নেট সম্পদ ২৬ হাজার ৩০০ কোটি ডলার। ব্লুমবার্গের হিসাবে ২০ হাজার ৯০০ কোটি ডলার নিয়ে তৃতীয় ধনীর স্থান অর্জন করেছেন বেজোস। বিশ্বের এই তিন শীর্ষ ধনীর বাস যুক্তরাষ্ট্রে। ২০০৪ সালে প্রথমবারের মতো  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করেন মার্ক জাকারবার্গ। তাঁর বেশির ভাগ সম্পদ মেটা প্ল্যাটফরমের স্টকের সঙ্গে যুক্ত। ২০২৪ সালে এই মেটার শেয়ার বেড়েছে ৭২ শতাংশ।  মেটা জনপ্রিয়  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, ইনস্ট্যান্ট ও মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ পরিচালনা করে। সূত্র : ব্লুমবার্গ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>