<p>কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের (ন্যাটো) মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত দিয়েছিলেন। এবার তার জেরে ন্যাটোকে আলটিমেটাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।</p> <p>তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ সামরিক জোটটির সদস্য পদ না পেলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে। জেলেনস্কি বলেছেন, গত সেপ্টেম্বরে তিনি ট্রাম্পকে বলেছেন, কোনো ধরনের জোটে যোগ দিতে চান। অন্যথায় পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবেন তিনি।</p> <p>তিনি এটাও জানেন যে ন্যাটোর চেয়ে শক্তিশালী কোনো জোট নেই। জেলেনস্কির দাবি, ‘আমার বিশ্বাস ট্রাম্প আমার কথা শুনতে পাচ্ছেন এবং তিনি বলছেন যে এটা ন্যায্য যুক্তি।’ গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউয়ের বৈঠকে যোগ দিতে গিয়ে জেলেনস্কি এসব কথা বলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কিভাবে জয় পাবে, সেই পরিকল্পনাও সেখানে উপস্থাপন করেছেন জেলেনস্কি।</p> <p>সূত্র : নিউজউইক</p>