<p>মেয়েদের সাফের গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার অবশ্য দল ভারী করেই নেপালে এসেছে পাকিস্তানের মেয়েরা। দলে যোগ হয়েছেন আটজন প্রবাসী ফুটবলার। এর পরও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে খাদের কিনারায় তারা।</p> <p>আজ বাংলাদেশের বিপক্ষে হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে তাদের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বলেই জিততে চাইবে তারা। গত আসরে পাকিস্তানকে ছয় গোলে হারালেও  বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন এবার তাদের হালকাভাবে নিচ্ছেন না। প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে এই ফরোয়ার্ড।</p> <p>পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সাবিনা, ‘পাকিস্তান গতবারের চেয়ে এবার অনেক অনেক ভালো দল। ভারতের সঙ্গে হারলেও সমান তালে খেলার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয়েছে, গতবারের চেয়ে এবার পাকিস্তান দলে বিস্তর ফারাক। ম্যাচ সহজ হবে না, আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।</p> <p>যেহেতু প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে, চেষ্টা থাকবে (জয়ের), সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ ভারতের বিপক্ষে পাকিস্তান যে কৌশলে খেলেছে তাতে আজ দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণভাগকে কঠিন পরীক্ষাই দিতে হতে পারে। সুহা হিরানি, কাইলা মারিয়ারা আক্রমণে ভারতকে বেশ চাপে রেখেছিল। সাবিনা খাতুনও  লড়াকু ম্যাচের সম্ভাবনাই দেখছেন, ‘প্রতিপক্ষ দল ভালো হলে, প্রতিদ্বন্দ্বিতা বাড়লেই খেলোয়াড়দের উন্নতি হয়। এই জায়গা থেকে আমারও মনে হয়, তাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’</p>