<p>চ্যাম্পিয়নস লিগ হলেই যেন অন্যরকম হয়ে যায় রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার মিশনে সান্তিয়াগো বার্নাব্যুয়ে স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে অভিষেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিক।</p> <p>মঙ্গলবার রাতে ৩-১ গোলে জিতেছে রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে, এন্টনিও রুডিগার ও এনদ্রিক।</p> <p>ঘরের মাঠে গতিময় শুরু করে রিয়াল। তবে ম্যাচের প্রথম আক্রমণটা করে স্টুটগার্ট। এদিন থিবো কোর্তোয়া দেয়াল হয়ে না দাঁড়ালে ২০ মিনিটের আগেই কয়েক গোল খেয়ে বসতে পারত বর্তমান চ্যাম্পিয়নরা। পাল্টা আক্রমণে রিয়ালও কয়েক বার গোল বঞ্চিত হয়।<br /> আক্রমণ প্রতি–আক্রমণের ম্যাচে ৩৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই পেনাল্টি।</p> <p>ম্যাচের প্রথম গোলটি আসে বিরতির পর। ৪৬ মিনিটে রদ্রিগোর এসিস্টে গোল করেন এমবাপ্পে। অভিষেকে রিয়ালের হয়ে গোল পেলেন ফরাসি তারকা। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। একটু পর এমবাপ্পে আবারও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়। ৫৯ মিনিটে ভিনিসিয়ুসের শট বারে না লাগলে ব্যবধান দ্বিগুণ করতে পারত রিয়াল।</p> <p><img alt="রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগের অভিষেক ম্যাচে গোল পেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/৯.jpg" width="1000" /></p> <p>প্রতি–আক্রমণ থেকে ম্যাচে ফেরার চেষ্টায় থাকা স্টুটগার্ট ৬৮ মিনিটে বার্নাব্যুর গ্যালারিকে স্তব্ধ করে দেন। স্টুটগার্টকে সমতায় ফেরান দেনিজ উনদাভ। ম্যাচে সমতা আসার আক্রমন-প্রতি আক্রমনে  দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৮৩ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে উড়ে আসা বল দারুণ ফিনিশিংয়ে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রুডিগার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাতুরাসিংহের ‘সেরা দলের’ চার বিশেষত্ব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726627394-8a5c215b69e9b5cb24c87e7240dca194.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাতুরাসিংহের ‘সেরা দলের’ চার বিশেষত্ব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/18/1426507" target="_blank"> </a></div> </div> <p>ম্যাচ শেষ হওয়ার আগে রিয়ালের জয় নিশ্চিত করেন এনদ্রিক।  প্রতি-আক্রমণে বল পেয়ে দারুণ গতিতে অনেকটা এগিয়ে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলস্কোরার এখন তিনিই (১৮ বছর ৫৮ দিন)। আগের রেকর্ডটি ছিল রাউল গন্জালেসের (১৮ বছর ১১৩ দিন)।</p> <p><img alt="রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা এনদ্রিক। এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/২১.jpg" width="1000" /></p>