<p style="text-align:justify">সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর প্রতিবারই ‘হেক্সার’ স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।</p> <p style="text-align:justify">চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা ফাইনালেই উঠতে পারেনি ব্রাজিল। সেই আক্ষেপ এবার ফুরাতে চায় সর্বোচ্চবারে চ্যাম্পিয়নরা। এমনটা নিজেই জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে আমরা ফাইনালে খেলব।</p> <p style="text-align:justify">২০২৬ বিশ্বকাপ নিয়ে দরিভাল বলেছেন,‘আমার মনে কোনো সন্দেহ নেই। আপনার প্রত্যাশা করতে পারেন আগামী বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব। এটার জন্য আমি দায়বদ্ধ।’</p> <p style="text-align:justify">আগামী বিশ্বকাপে খেলতে হলে আগে যোগ্যতা অর্জন করতে হবে ব্রাজিলকে। টানা তৃতীয় ম্যাচ হারার পর সবশেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে চারে উঠলেও জায়গা পাওয়াটা সহজ হবে না তাদের জন্য। তবে খেলোয়াড়ের উন্নতি করছে বলে জানিয়েছেন দরিভাল।</p> <p style="text-align:justify">দলের উন্নতি নিয়ে দরিভাল বলেছেন,‘প্রতিপক্ষের গোলমুখে আমাদের এখনো কিছু জায়গায় ঘাটতি আছে। কেউ একজন ব্যক্তিগত নৈপুণ্য খেলাটা ঘুরিয়ে দিবে আমাদের এমন নির্ভরযোগ্য অপশন নেই। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখনো যা ঠিক হয়নি। আমরা রাতারাতি দর্শনীয় খেলাটা উপহার দিতে পারব না। এর জন্য সময় লাগবে। তবে শিগগিরই আমরা পথ খুঁজে পাবো।’</p>