<p>অনূর্ধ্ব-২০ সাফের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম ডাক পেয়েছেন মূল জাতীয় দলে। ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজই হাভিয়ের কাবরেরার দল দেশ ছাড়ছে। মিরাজ সঙ্গী হচ্ছেন তাদের। মিরাজের মতোই প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-২০ দলের লেফট ব্যাক শাকিল আহাদ তপুও।</p> <p>কাবরেরা ১৪ জনকে নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন। অনূর্ধ্ব-২০ দল এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ছিলেন এর বাইরে। গতকাল এই সবার মধ্যে থেকে ভুটানগামী ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। তাতে মিরাজ, তপু ছাড়াও অনূর্ধ্ব-২০ দল থেকে আছেন মিডফিল্ডার চন্দন রায় ও রাব্বি হোসেনের। এই দুজনের অবশ্য এরই মধ্যে সিনিয়র দলে অভিষেক হয়েছে। ব্রাদার্স থেকে রাব্বি এই মৌসুমে বসুন্ধরা কিংসে ফিরেছেন। তিনিসহ মূল স্কোয়াডে কিংসের ১১ খেলোয়াড়- তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ।</p> <p>কাবরেরার ডাকা প্রাথমিক ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন ৪ জন- কাজেম শাহ, জায়েদ আহমেদ, দিদারুল আলম ও আরমান ফয়সাল। তার আগে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তারিক কাজী, রিমন হোসেন, সুশান্ত ত্রিপুরা ও রফিকুল ইসলাম, যারা এই দলে নেই। অনূর্ধ্ব-২০ সাফে চোট পাওয়া গোলরক্ষক মেহেদী হাসানকেও থাকতে হচ্ছে বিশ্রামে।</p> <p><strong>স্কোয়াড</strong> <br /> গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন; ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু; মিডফিল্ডার : সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি; ফরোয়ার্ড : রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন।</p>