<p>চট্টগ্রামের পটিয়ার ইমাম হোসাইন (রা.) বহুমুখী ইসলামী কমপ্লেক্স এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। রবিবার (১৩ অক্টোবর) এতিম শিশুদের হাতে এই শিক্ষাসামগ্রী তুলে দেন তারা।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাজ্জাদ হোসাইন, মইনুদ্দিন আরিফ।</p> <p>বসুন্ধরা শুভসংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এতিমখানার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মুহাম্মদ আবু বাকার আলকাদেরী বলেন, ‘এতিমখানায় এই শিক্ষাসামগ্রীগুলোর খুব দরকার ছিল। বসুন্ধরা শুভসংঘ আমাদের এই ডাকে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে। পরম করুণাময় বসুন্ধরা শুভসংঘের সবাইকে এইভাবে মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।’</p> <p>বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো. সাইফুদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠা থেকেই মানুষের পাশে থেকে কাজ করছে। আমরাও এই ভালো কাজের অংশ হতে পেরে ভালো লাগছে। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই এতিমদের জন্য ভবিষ্যতে আরো বড় উদ্যোগ নিতে চাই।’</p>