<p>বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলানায়তনে বই-বিহঙ্গ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক মাদকবিরোধী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠি হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ড. সায়েমা হক বিদিশা। মোহাম্মদ মামুন মিয়া, পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখা), লতিফুল ইসলাম শিবলী (কবি, ঔপন্যাসিক ও নির্বাহী পরিচালক কবি নজরুল ইন্সটিটিউট), মোঃ সারোয়ার জাহান (ডিসি, রমনা), ডা: সাদিয়া আফরিন সহকারী অধ্যাপক (শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট)।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে ড. সায়েমা হক বিদিশা বলেন, বই-বিহঙ্গ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই আয়োজন দেশে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে। </p> <p>অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখা) মোহাম্মদ মামুন মিয়া বলেন, তরুণদের বিশাল একটি অংশ যখন মাদকাসক্ত তখন বই-বিহঙ্গের আয়োজন আমাদের মুগ্ধ করেছে। বইয়ের প্রতি আকৃষ্ট হলে ও বই পড়লেই মূলত জীবনে সফলতা আনবে। মাদক সাময়িক প্রশান্তি দিলেও দীর্ঘ সময়ে একজনকে ডুবিয়ে দেয় হতাশার সমুদ্রে। তাই দেশ ও জাতিকে বাঁচাতে মাদক রূখতে হবে।</p> <p>কবি, ঔপন্যাসিক ও কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকল প্রতিষ্ঠান এক হয়ে কাজ করলেই সফলতা আসবে। ভবিষ্যতে নজরুল ইন্সটিটিউট ও বই-বিহঙ্গ এক হয়ে কাজ করবে মাদকের গ্রাস থেকে তরুণ সমাজকে বের করে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে।</p> <p>ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মোঃ সারোয়ার জাহান বলেন, সমাজে যত ধরণের অপরাধ আছে সেগুলো একজন বা কিছু মানুষকে আঘাত করে কিন্তু মাদক যখন কোথাও ছড়িয়ে যায় তখন এটি পুরো সমাজকে আক্রান্ত করে ফেলে। জীবনে দুঃখ দুর্দশা এবং হতাশা আসতেই পারে, কিন্তু মাদক কোনো সমাধান নয়। মাদক ব্যর্থতাকে কখনো ঢাকতে পারব না। মাদক থেকে ফিরে আসার জন্য বই-বিহঙ্গ বিনামূল্যে বই পড়ানোর যে কাজ করছে তা সত্যিই অতুলনীয়। এটিকে যদি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা যায় তাহলে আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারব।</p> <p>ডা: সাদিয়া আফরিন বলেন, মাদক যখন একজন মানুষের শরীরে প্রবেশ করে তখন এটি তার মস্তিষ্ককে আক্রান্ত করে ফেলে। তাই মাদক শুধু একটি সামাজিক সমস্যা না বরং এটি একটি রোগও বটে। তাই কেউ মাদকাসক্ত হলে তার চিকিৎসা করা অত্যন্ত জরুরী।</p> <p>বই-বিহঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ, পাবনা জেলা, বগুড়া জেলা, ফরিদপুর জেলাতেও কয়েকশত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই পড়ানোর কাজ করে যাচ্ছে। বইয়ের চাহিদা পূরণ হলেই, অপেক্ষার তালিকায় রয়েছে আরো দশটি শাখার উদ্বোধনী আয়োজন। শুধু বই পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়না বই-বিহঙ্গ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বই-বিহঙ্গ বন্যা কবলিত এলাকাগুলোতে প্রায় এক হাজার মানুষের মাঝে সহযোগিতা পাঠিয়েছে। একইভাবে সারা দেশের যুবসমাজসহ সকলের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথেও কাজ করছে।</p> <p>অনুষ্ঠানে বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব শিকদার বলেন, বই-বিহঙ্গ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগ আয়োজিত এই প্রচারণামূলক অনুষ্ঠান দেশব্যাপী মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলে আমরা বই-বিহঙ্গ পরিবারে মনে করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এমন আয়োজন বই-বিহঙ্গের সকল শাখায় হবে বলে প্রত্যাশা করি। সর্বোপরি, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।</p>