<p>গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বন বিভাগের জমিতে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় ভূমিহীন ব্যক্তিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।</p> <p>রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে উচ্ছেদ ঠেকাতে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইন্টারনেটের মেয়াদহীন প্যাকেজ চালুর আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730634458-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইন্টারনেটের মেয়াদহীন প্যাকেজ চালুর আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442283" target="_blank"> </a></div> </div> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, অবৈধ দখল উচ্ছেদে বাধা দিতে এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়। সহায়-সম্বলহীন অনেক মানুষ দীর্ঘদিন ধরে বনের জমিতে বসবাসরত করছে। উচ্ছেদ কার্যক্রম চালালে তারা চরম দুর্ভোগে পড়বে।</p> <p>বিক্ষোভ মিছিলে ভূমিহীন সমিতির সভাপতি ইউনুস আলী বলেন, ‘আমাদের ঘরবাড়ি ভাঙতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ভাঙতে হবে। সরকার আমাদের ঘরবাড়ি ভাঙার কোনো আদেশ দেয়নি। বন বিভাগের লোকজন জোরপূর্বক আমাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। আমাদের ঘরবাড়ি আমাদেরই রক্ষা করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730633806-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442280" target="_blank"> </a></div> </div> <p>সরেজমিনে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ঢাকা বন বিভাগের গাজীপুর জেলার ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে ভবানীপুর বিট, মনিপুর বিট ও বাড়ইপাড়া বিটে বন বিভাগের গেজেটভুক্ত জমি ও ২নং খাস খতিয়ানের জমিতে প্রায় দেড় হাজার ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ হয়েছে। বন বিভাগের লোকজন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে, এতে বন বিভাগের একাধিক কর্মকর্তা আহত হওয়ারও খবর পাওয়া যায়।</p> <p>অন্যদিকে, বন বিভাগের কর্মীদের প্রতিরোধ করতে এলাকায় ভূমিহীন সমিতি গঠন করা হয়েছে; যার নেতৃত্বে দিচ্ছেন ইউনুস আলী, যিনি নিজেও বনের জমিতে ছয়টি ঘর নির্মাণ করেছেন। বন বিভাগের কর্মীদের প্রতিরোধে স্থানীয়দের নিয়ে মহাসড়ক অবরোধ ও সভা-সমাবেশ করেন তিনি।</p> <p>এ বিষয়ে ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন, সরকারি নির্দেশনা মেনে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।</p> <p>এদিকে, বন বিভাগের জমি রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা বন বিভাগের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।</p>