<p style="text-align:justify">কুমিল্লার লাকসামে রাতের আঁধারে পুকুর ভরাটের সময় মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার এই অভিযান পরিচালনা করেন। বুধবার (২৩ অক্টোবর) তিনি কালের কণ্ঠকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">ভ্রমমাণ আদালত সূত্রে জানা গেছে, লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাও হযরত গাজী শাহ্ হায়দার (রহ:) এর দরগাহ্ সংলগ্ন লাকসাম-শ্রীয়াং সড়কের পাশে একটি পুকুরে রাতের আঁধারে ড্রাম ট্রাকে করে বালু এনে ভরাট করছিলেন ইকবাল হোসেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার ঘটনাস্থলে গিয়ে পুকুরের একটি অংশ ভরাট দেখতে পান। এ সময় মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে পশ্চিমগাঁও বাগবাড়ির মো. ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন নামক একজনকে ঘটনাস্থলে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অনুযায়ী পুকুর ভরাটের বিষয়টি অপরাধ বলে স্বীকার ও ক্ষমা প্রদর্শন করেন। </p> <p style="text-align:justify">এ সময় ভ্রমমাণ আদালতের বিজ্ঞ হাকিম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন এবং ওই পুকুর ভরাটের বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করে দেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে এমন যে কোনো কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে পুকুর, দীঘি, জলাশয় ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কর্তন। উপজেলা প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।</p>