<p>চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশের অফিসে ঢুকে এক কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>ব্যুরো বাংলাদেশ এনজিওর দর্শনা শাখার অ্যাকাউন্টস অফিসার ফেরদৌস বলেন, ‘আমি অফিসে কাজ করছিলাম। এ সময় এক হেলমেট পরিহিত যুবক অফিসকক্ষে ঢুকে আমার পায়ের কাছে ইলেকট্রনিকস বা টাইম বোমাসদৃশ একটি বস্তু রাখেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে বলেন, ‘অফিসে যা কিছু আছে সব দে। বাইরে আমাদের আরো সদস্য আছে, যদি চিল্লাচিল্লি করিস তাহলে গুলি করে দেব। পরে আমি দৌড়ে জানালার কাছে এসে চিৎকার করলে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান। আমার চিৎকার শুনে ঘটনাস্থলে এসে বাইরে থেকে দরজা খুলে দেয় স্থানীয়রা।’</p> <p>ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর ও র‌্যাবের সদস্যরা। </p> <p>ওসি শহীদ তিতুমির বলেন, এনজিওকর্মীর ভাষ্য অনুযায়ী, তিনি তার অফিসে কাজ করছিলেন। এ সময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে যা কিছু আছে দিতে বলে এক দুর্বৃত্ত। তারপর ওই এনজিওকর্মী চিৎকার করলে সে দরজা বন্ধ করে পালিয়ে যায়। যাওয়ার সময় একটি বোমাসদৃশ বস্তু রেখে যায় সে। অফিসটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।</p> <p>তিনি আরো বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বোমা কি না তারা এসে দেখবে।</p>