<p>ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলার ঘটনায় রংপুরের গঙ্গাচড়ায় প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) গঙ্গাচড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ করেন তারা।</p> <p>এই সমাবেশে বক্তব্য দেন গঙ্গাচড়া প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি সাজু মিয়া লাল, গঙ্গাচড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন, উপজেলা সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রামাণিক, বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়ার সভাপতি সুজন আহম্মেদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক মাহফুজার রহমান, বাবুল মিয়া, রুহুল ইসলাম রয়েল, আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘের রায়হান কবির, প্রাণ, মিজানুর রহমান প্রমুখ। </p> <p>হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিকরা বলেন, স্বৈরশাসকের পতনের পর দেশকে নতুন উদ্যমে সাজানোর দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছেন ছাত্ররা। আর তাতে অবদান রাখছেন গণমাধ্যমকর্মীরা। এ সফল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এখনো স্বৈরশাসকের দোসররা ষড়যন্ত্র করছেন। তারই প্রতিহিংসার শিকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। </p> <p>প্রতিবাদ সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের উপজেলার প্রতিনিধি, শিক্ষকসহ নানা পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।</p>