<p style="text-align:justify">নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। </p> <p style="text-align:justify">গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নির্যাতনে নিহত বিএনপি নেতা আব্দুল বারী নান্নুর স্ত্রী আসমা বেগম।</p> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ বাজারে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী নান্নুর দোকানে হামলা করে তাকে মারধর করে মোটরসাইকেলে তুলে নাটোর সদরের দিকে নিয়ে যায় আসামীরা। পরে তাকে একটি মামলায় আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।</p> <p style="text-align:justify">পরবর্তীতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে বিচারক তাকে জামিন দেয়। তারপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তাহীনতায় বাড়ি আসে নান্নু। এরপর তার বাড়িতে হামলা করে ও আগুন দেয় আসামিরা। এতে করে বিনা চিকিৎসায় এক পর্যায়ে মারা যান তিনি।</p> <p style="text-align:justify">এ ঘটনায় নান্নুর স্ত্রী আসমা বেগম বাদী হয়ে নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে তার সহযোগী ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৪০জনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেন।</p> <p style="text-align:justify">সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।<br />  </p>