<p>টাঙ্গাইলের সখীপুরে দুই শিক্ষক দম্পতির চার যমজ কন্যা এবার এইচএসসিতে চমক দেখিয়েছে। পিইসি, জেএসসি, এসএসসির মতো এইচএসসিতে পেয়েছে জিপিএ-৫।</p> <p>উপজেলার কচুয়া গ্রামের আবু জুয়েল সবুজ ও চায়না আক্তার শিক্ষক দম্পতির যমজ সন্তান যারীন তাসনীম ও যাহরা তানীম এবং পৌর এলাকার আল-আমিন মিয়া ও আফিয়া আক্তার শিক্ষক দম্পতির কন্যা সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা এই চমক দেখিয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫ পেল অদম্য মানিক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729095737-88f868759d22015464d762f701e82850.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পা দিয়ে লিখে এইচএসসিতেও জিপিএ-৫ পেল অদম্য মানিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/16/1435858" target="_blank"> </a></div> </div> <p>এমন ঈর্ষণীয় সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তারা ছোটবেলা থেকেই ছিল মেধাবী। চারজনই শিক্ষাজীবনের পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। শিক্ষক বাবা-মায়ের নির্দেশনা এবং ওই চার কন্যার নিয়মিত পড়াশোনা এই সাফল্যের  মূল কারণ। </p> <p>যারীন তাসনীম ও যাহরা তাসনীম ঢাকার হলিক্রস কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবং সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেবেন যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729083813-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/16/1435808" target="_blank"> </a></div> </div> <p>যারীন-যাহরার মা গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চায়না আক্তার বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহী ছিল। যারীন তাসনিম প্রকৌশলী ও যাহরা তাসনিম ডাক্তার হতে চায়। মেয়েদের ইচ্ছে পূরণে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’</p> <p>ঈর্ষণীয় সাফল্যের বিষয়ে  জানতে চাইলে যারীন ও যাহরা কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষক, বাবা-মায়ের কঠোর অনুশাসন ও আমাদের নিয়মিত অনুশীলনে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। লক্ষ্য অর্জনে আমরা সকলের দোয়া চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এইচএসসিতে ‘এ গ্রেড’ পেলেন আন্দোলনে নিহত সবুজ মিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728995888-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এইচএসসিতে ‘এ গ্রেড’ পেলেন আন্দোলনে নিহত সবুজ মিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435427" target="_blank"> </a></div> </div> <p>শাহানা-আফসানার বাবা উপজেলার বড়চওনা-কুতুবপুর (বিকে) কলেজের সহকারী অধ্যাপক আল-আমিন মিয়া বলেন, ‘দুই মেয়ের ভালো ফলাফলে আমরা আনন্দিত। আমাদের পাশাপাশি প্রতিবেশীও মেয়েদের সাধুবাদ জানাচ্ছেন। মেয়েদের ইচ্ছা, তারা ডাক্তার হয়ে মানুষের সেবা করবে।’</p>