<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ থাকায় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার (জব আইডি নং-১০১৮০) নিয়োগ পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন তাঁরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগকারীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্বে ও তত্ত্বাবধানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) কর্তৃক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। গত ২০২৩ সালের ১০ নভেম্বর প্রিলিমিনারি ও ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। চলতি বছরের ২১ মে এই পরীক্ষায় দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকে পরীক্ষাটি বাতিল এবং স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে আসছি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এতে কোনো কর্ণপাত করছে না। এ অবস্থায় আমরা আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অংশগ্রহণকারীদের কথার উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ব্যাংক আমাদের ভরসার শেষ জায়গা। তবে পরীক্ষার জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের খবর গণমাধ্যমে সুস্পষ্ট প্রমাণসহ উঠে এলেও জালিয়াতির বিষয়টির প্রতি উদাসীন কেন কেন্দ্রীয় ব্যাংক? একজন কম্পিউটার অপারেটর কিভাবে ২৫০ কোটি টাকার মালিক হন? প্রশ্ন ফাঁস এবং জালিয়াতির বিষয় জানা সত্ত্বেও সিনিয়র অফিসার পরীক্ষা বাতিল না করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রসঙ্গত, বিআইবিএমের কর্মকর্তা-কর্মচারীদের স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির বিষয়ে জানানো হয়। এতে বলা হয়েছে, বিআইবিএমে বিভিন্ন আন্দোলন এবং এ সময়ে প্রতিষ্ঠানটির কিছু অনুষদ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা ইনস্টিটিউটে সংঘটিত স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসংক্রান্ত অভিযোগসহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক তদন্ত কমিটি গঠন করেছে।</span></span></span></span></p>