<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন হয়। এ ছাড়া ভোলার চরফ্যাশনে মহিলা কলেজে সাইবার বুলিং নিয়ে আলোচনাসভা হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="মানববন্ধন" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />বেতাগী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (বরগুনা) : পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল দুপুরে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি মো. কামাল হোসেন খান বলেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রীর ওপর বহিরাগত বখাটে যুবকের হামলার প্রতিবাদ জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিবিঘ্নে পড়ালেখা করতে পারে, প্রশাসনের কাছে দাবি জানাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে আরো বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপজেলার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সদস্য জসিম উদ্দিন, সজল মাহমুদ। বিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা আক্তার, তৃপ্তি চন্দনাসহ আরো অনেকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, গত মঙ্গলবার ওই ছাত্রীকে এক বখাটে যুবক কুপিয়ে রক্তাক্ত করে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২২)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরফ্যাশন</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (ভোলা) : ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করতে বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা কমিটির উদ্যোগে সাইবার বোলিং নিয়ে আলোচনাসভা হয়েছে। গতকাল দুপুরে মহিলা কলেজ হলরুমে এই আলোচনাসভা করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামরুল সিকদারের উপস্থাপনায় চরফ্যাশন বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জিন্নাগড় সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এম আমির হোসেন, চরফ্যাশন থানা সাব-ইন্সপেক্টর নাঈম ও মহিলা কলেজ অধ্যাপক নুরুল হুদা রুমি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সকালে কলেজ অডিটরিয়ামে এই কমিটি গঠন করা হয়। সভাপতি হয়েছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোহানা সাবরিন জারা ও সাধারণ সম্পাদক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। কমিটির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অন্য সদস্যরা হলেন সহসভাপতি মুসলিমা আক্তার প্রীতি, জেসিন তালুকদার, জান্নাত আরা ফেরদৌস রিয়া, সুমাইয়া আক্তার রিয়া, সাযিদাতুল জান্নাত, নুসরাত জাহান মেরিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া আক্তার, মোছা. খাইরুন্নেছা জেবু, মন্টি দাশ, খাদিজা আক্তার প্রিয়া, সোনিয়া আক্তার সোনিয়া ও ফৌজিয়া আক্তার সাবিহা; সাংগঠনিক সম্পাদক কুলসুম আক্তার স্বপ্না, সহসাংগঠনিক সম্পাদক লিলি আক্তার, সাদিয়া সুলতানা মাহি প্রমুখ।</span></span></span></span></p>