<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লক্ষ্মীপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী নৌকাবাইচ। এই প্রতিযোগিতা ঐতিহ্যবাহী বিল বাঘিয়ার নৌকাবাইচ হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এ বছরও এই বাইচকে কেন্দ্র করে হাজারো মানুষের মিলনমেলা বসেছে কোটালীপাড়ার কালীগঞ্জে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার থেকে নান্দনিক এই নৌকাবাইচ শুরু হয়েছে। চলবে আজ রবিবার পর্যন্ত। আকর্ষণীয় এই নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর বাচারী নৌকা অংশ নেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার কালীগঞ্জ নদীতে কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ী পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এই নৌকাবাইচে বাড়তি আকর্ষণ ছিল নৌকায় নৌকায় মেলা। হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে দুপুর থেকে এই নৌকাবাইচ শুরু হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, তিন দিনের এই নৌকাবাইচ নির্বিঘ্নে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।</span></span></span></span></p>