<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে একটি চক্র। চক্রের কার্যক্রম বন্ধে এর আগে বিটিআরসির সহায়তা নেওয়া হলেও এবার আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ইসিসচিব শফিউল আজিম স্বাক্ষরিত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। নির্দেশনায় এনআইডি দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে ক্লোজ মনিটরিংয়ের প্রতি জোর দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে এনআইডি সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন দালালচক্রের তৎপরতা এর আগেও কমিশনের নজরে আসে। সে সময় বিটিআরসির মাধ্যমে পেজ ও আইডিগুলো বন্ধ করা হলেও নতুন আইডি ও পেজ খুলে আবারও সক্রিয় হচ্ছে চক্রগুলো। এবার এসব চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া মাঠ পর্যায়ে ইসির কার্যালয়গুলোতে সশরীরে থাকা দালালদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রতিটি অফিসকে সেবাকেন্দ্র বিবেচনায় রেখে বাংলাদেশে বসবাসকারী এবং প্রবাসী নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তরসহ সব কাজে সেবা প্রার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে হবে। কোনো সেবা প্রার্থী যেন হয়রানির শিকার না হয় এবং কোনো দালাল সুযোগ না পায় সে জন্য প্রতিটি অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ক্লোজ মনিটরিং করতে হবে। জবাবদিহি নিশ্চিত করাসহ সেবাগ্রহীতার সন্তুষ্টি অর্জন ও দুর্নীতিমুক্ত সেবা দিতে সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।</span></span></span></span></p>