<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে ধানের ফলন বাড়ায় প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থবছরে চার কোটি ১০ লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৪.১ শতাংশ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এসব তথ্য জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ধান ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের এমন ফলন হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে চাল আমদানি শূন্যের কোঠায় নেমে এসেছে। বোরো দেশের প্রধান ফসল। বোরো ধানের আগে আমন ধান চাষে সবচেয়ে বেশি ফলন হয়েছে। গত মে মাস থেকে জুন পর্যন্ত বোরো আবাদ থেকে কৃষকরা পেয়েছেন প্রায় দুই কোটি ১০ লাখ টন ধান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধানের উৎপাদন বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সাবেক নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবির জানিয়েছেন, উৎপাদন বাড়ার অন্যতম প্রধান কারণ কৃষকরা আধুনিক জাতের ধান চাষে ঝুঁকছেন। তাঁরা উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান চাষ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে আবাদি জমিও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে চাল আমদানি করতে হয়নি। সরকারি-বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত মজুদ থাকায় চালের দাম তেমন বাড়েনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে চাল আমদানি হয়নি। ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ ৫৬ হাজার টন চাল আমদানি করা হয়। তবে চালের আমদানি তেমন না হলেও দেশে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত খাদ্যশস্য গমের আমদানি বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৭১ শতাংশ বেড়ে ৬৬ লাখ টনে গিয়ে ঠেকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে অর্থনীতিবিদরা বলছেন, সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আগামী মৌসুমে ধানের উৎপাদন কম হতে পারে। সে জন্য বিদেশ থেকে চাল আমদানি করা লাগতে পারে, যা আগামী নভেম্বর মাসের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে বোরোর ভালো ফলন নিশ্চিতে সরকারকে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।</span></span></span></span></p>