<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে গত কয়েক দিনে শতাধিক বিমানে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বোমা হামলার হুমকিতে আতঙ্কিত যাত্রীরাও। এই পরিস্থিতিতেই গতকাল বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এয়ারলাইনসের আরো ৮০টির বেশি ফ্লাইটে বোমা হামলার হুমকি মিলেছে। ভারতীয় এয়ারলাইনস ভিস্তারার একজন মুখপাত্র বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কয়েকটি ফ্লাইটে নিরাপত্তাসংক্রান্ত হুমকি পেয়েছি। আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আমরা সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল ইন্ডিগোর ২০টি ফ্লাইট বোমা হামলার হুমকি পেয়েছে। আকাসা এয়ারের ১৪টি ফ্লাইটও হুমকি পেয়েছে। সম্প্রতি ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমানে বোমা হামলার হুমকি মোকাবেলা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে সরকার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস</span></span></span></span></span></p>