<p>উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিলের মাঠ স্টেট পিয়েরে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় আজ রাত একটায়। </p> <p>তবে রিয়ালের স্বস্তির খবর ম্যাচে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। গত মঙ্গলবার আলাভাসের বিপক্ষে লা-লিগার ম্যাচে ৮০তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে উঠে যান। পরদিন রিয়াল এক বিবৃতিতে জানায়, ঊরুর পেশিতে চোট পেয়েছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। মাঠের বাইরে থাকতে হতে পারে সপ্তাহ তিনেক। এর পর থেকে এই ম্যাচে তার থাকা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু দ্রুত উন্নতি হওয়ায় তাকে নিয়েই লিলের বিপক্ষে দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।</p> <p>এর আগে লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। </p> <p>চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে লিলে। </p> <p><br /> এমবাপ্পে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেছেন দলের প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া। অন্তত দুই ম্যাচের জন্য বাইরে থাকতে হবে তাকে।</p> <p>আজ রাতের অন্য ম্যাচে লাইপজিগে-জুভেন্টাস, বেনফিকা-অ্যাতলেটিকো মাদ্রিদ, লিভারপুল-বোলগনার মধ্যকার লড়াই রয়েছে। </p>