<p style="text-align:justify">মাদারীপুরের রাজৈরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে অভিযুক্ত স্বামী বিদ্যুৎ বালার নিজ বাড়িতে গোপালগঞ্জ সদর থানার রাধানগর চামটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু নিশ্চিত হলে স্ত্রী দুর্গা বাড়ৈর (২১) মরদেহ রেখে পালিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। </p> <p style="text-align:justify">নিহত দুর্গার ৫ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি উপজেলার খালিয়া ইউনিয়নের ছাতিয়ান বাড়ি গ্রামের মন্টু বাড়ৈর মেয়ে। এ ঘটনায় বিজলী ঢালী (৪০) ও মালতি বিশ্বাস (৩৪) নামের দুজনকে আটক করা হয়েছে। </p> <p style="text-align:justify">এ ছাড়া একই দিনে উপজেলার আলমদস্তা গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফসলি জমির পানির মধ্যে থেকে রবিউল মৃধা (৩২) ও কবিরাজপুর ইউনিয়নের কিশোরদিয়া গ্রামের একটি গাছের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় রুবেল বয়াতি (২৯) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানার পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সোয়া ২ কেজি ওজনের ইলিশ, নিলামে বিক্রি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/08/1728403655-af86d3d8e9a934f5898fe000d8edef89.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সোয়া ২ কেজি ওজনের ইলিশ, নিলামে বিক্রি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/08/1433197" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পুলিশ ও নিহত দুর্গা বাড়ৈর বাবা মন্টু বাড়ৈ জানান, দীর্ঘদিন যাবত যৌতুক দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে পরিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে দুর্গাপূজা উপলক্ষে বাড়ি যেতে চাওয়াকে কেন্দ্র করে দুর্গাকে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে দুই ধাপে বেধড়ক মারধর করে বিদ্যুৎ। পরে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে রাজৈর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলে লাশ রেখেই বিদ্যুৎ পালিয়ে যায়। এ সময় ঘাতক বিদ্যুতের দুই স্বজন বিজলী ঢালী (৪০) ও মালতি বিশ্বাসকে (৩৪) আটক করে রাজৈর থানার পুলিশ।</p> <p style="text-align:justify">অন্যদিকে সোমবার (৭ অক্টোবর) রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন উপজেলার আলমদস্তা গ্রামের মৃত ওহাব মৃধার ছেলে রবিউল মৃধা (৩২)। পরে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আলমদস্তার এলাকার একটি ফসলি জমির পানিতে রবিউলের লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় রাজৈর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।</p> <p style="text-align:justify">এ ছাড়া নিখোঁজের এক দিন পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনামুখীর চর গ্রামের আ. রব বয়াতির ছেলে রুবেল বয়াতির (২৯) লাশ রাজৈর উপজেলার কিশোরদিয়া গ্রামের একটি গাছের বাগান থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্গা বাড়ৈ হত্যা ঘটনায় গোপালগঞ্জ থানায় মামলা করবেন তার বাবা মন্টু বাড়ৈ। তবে রিপোর্ট হাতে পেলে সবগুলো মৃত্যুর আসল কারণ জানা যাবে।</p>