<p>শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই, চেল্লাখালী, ঝিনাইগাতীর মহারশি ও শ্রীবরদীর সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শুক্রবার (৪ অক্টোবর) ভোর থেকে কয়েকটি নদীর বেড়িবাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।</p> <p>পাহাড়ি ঢলে বন্যাকবলিতরা জানায়, দুই দিনের অবিরাম বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ভেসে গেছে শত শত মাছের প্রজেক্ট। </p> <p>তারা আরো জানায়, তলিয়ে গেছে হাজার হাজার একর জমির রোপা আমন ধানের ক্ষেত। সড়ক ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশত গ্রামের মানুষ। </p> <p>এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে তিন উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা। </p>