<p>পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। </p> <p>বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। সাইদুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের মৃত আকবর আলী তলাপাত্রের ছেলে ও বিবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।</p> <p>জানা যায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা গত ৫ সেপ্টেম্বর উপজেলার খানমরিচ ইউনিয়নের একটি ওয়ার্ডের বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে। সে সময় বিএনপি নেতা জুলফিকার আলী এ ঘটনায় মামলা করেন। সেই মামলায় সাইদুল ইসলামকে পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজশাহীর সাবেক এমপি কালাম কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727958857-8b80e75db89864b163636a288754aa5e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজশাহীর সাবেক এমপি কালাম কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/03/1431460" target="_blank"> </a></div> </div> <p>অনুসন্ধানে জানা যায়, সাইদুল ইসলাম পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের আস্থাভাজন নেতা ছিলেন। এই সুযোগে সাইদুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় বিচার-সালিশ সহ বিভিন্ন কাজের তদবির ও অনিয়ম-দুর্নীতি করে কোটি টাকা কামিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে বিক্রিরও অভিযোগ রয়েছে। </p> <p>সাইদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটকের পরপরই সাইদুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।</p>