<p>ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে।</p> <p>আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্টস্অ্যা সোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন।  </p> <p>তিনি জানান, ভারতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আজ বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে আবারও দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে পানামা পোর্টে লোড-আনলোড কার্যক্রম চলমান আছে।</p> <p>হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।</p>