<p>জামিল আহমেদের মতো ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দোসর কিভাবে শিল্পকলা একাডেমির ডিজি হন—এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি—কেউ কেউ আবার বলেছে, শেখ হাসিনার সঙ্গে সংলাপ করা দরকার, দেশে একটি স্থিতিশীল পরিবেশের জন্য। কেন? হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায়?’</p> <p>মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তোলেন।</p> <p>তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে…কী যেন নাম সৈয়দ জামিল আহমেদ। এগুলো হচ্ছে কি না। তিনি কিন্তু কয়েক দিন আগে বলেছেন, পালিয়ে থাকা রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দীন বাচ্চু…এদেরকে নিয়ে আসা দরকার। তারা পালিয়েছে কেন? ওরা আত্মগোপনে আছে কেন? আমরা দেখছি যারা ভদ্র আওয়ামী লীগার তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো দিব্যি বাজার-হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে সচিবালয়ে ‍যারা কাজ করেন তারা তো সবাই বিএনপির না। কই তাদের তো কেউ কিছু বলছে না। এরা পালিয়ে যাচ্ছে কেন?’</p> <p>তিনি আরো বলেন, ‘এরা ১৬ বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছেন, এই সমস্ত নাট্যকার, এই সমস্ত সাংস্কৃতিজীবী, এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, তারা এই কাজটি করেছেন…করেছেন মুনতাসীর মামুনরা, শাহরিয়ার কবিররা। আপনি সৈয়দ জামিল আহমেদকে নিয়ে কিসের রাষ্ট্র পরিচালনা করবেন?’</p> <p>অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আবার তাদের নিয়ে আসবেন? আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে। কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে।’</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মিথুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।</p>