<p>রাজধানীর উত্তরা-পূর্ব থানার গার্মেন্টকর্মী আজিজ হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। </p> <p>আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। </p> <p>এদিন কারাগারে আটক আছাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সজল চন্দ্র পাল। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।</p> <p>এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। </p> <p>এর আগে আছাদুজ্জামান মিয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুই সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে প্রধান করে এবং সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেনকে সদস্য হিসেবে দুই সদস্যের একটি টিম করা হয়েছে।</p> <p><br />  </p>