<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের বাংলাদেশ বিপুল সম্ভাবনাময়, অথচ পাশের দেশ ভারত, নেপাল বা পাকিস্তান থেকে এখনো পিছিয়ে আছে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার দিক দিয়ে। আমাদের অর্থনীতির জন্য এই কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম শুরু করা অতিব জরুরি। আমরা সিএসই প্রশিক্ষণের মাধ্যমে এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য আরেক ধাপ এগিয়ে গেলাম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) আয়োজিত দুই দিনের কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, কমোডিটি এক্সচেঞ্জ থাকলে পণ্যের সঠিক এবং যৌক্তিক মূল্য পাওয়া যেত। এমনকি মূল্যের এত ওঠানামা হতো না। এতে করে ভোক্তা থেকে উৎপাদনকারী সবাই উপকৃত হতো। তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রশিক্ষণটিও প্রথম হিসেবে ইতিহাসের অংশ হয়ে গেল। একই সঙ্গে আপনারাও প্রথম প্রশিক্ষণ গ্রহণকারী হিসেবে ইতিহাসের অংশীজন হলেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সিএসইর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।</span></span></span></span></p>