<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের বাজারে এলো ইয়ামাহা মোটরসাইকেলের নতুন মডেল ইয়ামাহা এফজেডএস ভার্সন-৪। এফআই ইঞ্জিন ও সিঙ্গল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম সংবলিত মোটরসাইকেলটির দাম দুই লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাইকটি গ্রাহকদের জন্য উন্মোচন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে মোটরসাইকেলটি সম্পর্কে জানানো হয়, ১৫০ সিসির সেগমেন্টের এফআই ইঞ্জিন সমৃদ্ধ টুরিং কমিউটার সেগমেন্টের অত্যাধুনিক একটি মডেল। এতে রয়েছে পজিশন ল্যাম্পসহ ক্লাস ডি হেডলাইট, এলসিডি মিটার, এলইডি ফ্লাশার এবং ইয়ামাহা মোটরসাইকেল ব্লু-টুথ কানেক্টিভিটি অ্যাপ। এ ছাড়া আছে উচ্চ প্রযুক্তির দুটি সেফটি ফিচার, সিঙ্গল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা সচরাচর স্পোর্টস অথবা উচ্চ সিসির মোটরসাইকেলে দেখা যায়। দুটি ফিচারই চালকের বিশেষ নিরাপত্তা ও বাংলাদেশের রাইডিং কন্ডিশনের জন্য খুবই প্রয়োজনীয়। প্রাথমিকভাবে বাইকটির ছয়টি কালার বাজারে পাওয়া যাবে, যা অনলাইন প্রি- বুকিংয়ের মাধ্যমে গ্রাহকরা কিনতে পারবেন। ২৫ হাজার টাকা জমা দিয়ে প্রি-বুকিং করলে তিন হাজার টাকা ছাড় পাওয়া যাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে আরো জানানো হয়, ২০১৬ সাল থেকে এসিআই মোটরসের হাত ধরে ব্যবসা শুরু করে ইয়ামাহা। বর্তমানে এসিআই মোটরস ইয়ামাহার টেকনিক্যাল কোলাবরেটেড পার্টনার। ইয়ামাহার জনপ্রিয় সব মডেলের মধ্যে অন্যতম হলো এফজেডএস সিরিজ। ২০০৮ সালে এই সিরিজের প্রথম মডেল এফজেডএস ভার্সন-১ বাংলাদেশে আসে। তারপর এসিআই মোটরসের আরো কয়েকটি ভার্সন বাজারে আসে। সর্বশেষ গত বছর এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স বাজারে আসে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে এসিআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্চ সিসিতে ইয়ামাহা বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>