<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/29-11-2024/2/kalerkantho-sp-1a.jpg" height="201" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/29-11-2024/2/kalerkantho-sp-1a.jpg" style="float:left" width="225" />ক্রীড়া প্রতিবেদক : সবশেষ টানা পাঁচ শিরোপা জিতে ঘরোয়া লিগে রীতিমতো সিংহাসন পেতেছে বসুন্ধরা কিংস। শুরুতে আবাহনী ছিল মূল প্রতিপক্ষ। কিংসকে টলাতে না পারা দলটি গত মৌসুমে চ্যালেঞ্জার হতে পারেনি। তাদের জায়গা নিয়েছিল মোহামেডান। রাজনৈতিক পটপরিবর্তনে আবাহনী এবার আরো শক্তি হারিয়েছে। ঐতিহ্যবাহী দলটি প্রথমবারের মতো কোনো বিদেশি ছাড়াই লিগ খেলতে নামছে। সেখানে সাদা-কালোদেরই এবার কিংসের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদিও মৌসুম শুরুর চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে কিংস শিরোপার দাবি জোরালো করেছে আরো একবার। কিংসে এবার বড় পরিবর্তন। বেশ কয়েকজন বিদেশিসহ স্কোয়াডে পরিবর্তনের পাশাপাশি ডাগআউটেও এখন নতুন মুখ ভ্যালেরিও তিতা। তাঁর অধীনে কিংসের শুরুটা ভালো হয়নি। রোমানিয়ান কোচের প্রথম মিশন ছিল এএফসি চ্যালেঞ্জ লিগ। সেখানে তিন ম্যাচে হেরে ফিরতে হয়েছে কিংসকে। চ্যালেঞ্জ কাপ দিয়ে দল ঘুরে দাঁড়িয়েছে। সেই জয় নিয়েও বাড়তি আত্মবিশ্বাসী হতে রাজি নন পাঁচবারের চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজোনের চেয়ারে আসা তিতা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চ্যালেঞ্জ কাপ ভুলে যেতে হবে। লিগ চ্যাম্পিয়নশিপে এখন আমাদের পূর্ণ মনোযোগ। কাল প্রথম ম্যাচে আমাদের ভালো খেলেই জিততে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথম ম্যাচের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী যদিও খাতা-কলমে এই আসরের সবচেয়ে দুর্বল দল। কোনো বিদেশি নেই। সব ক্লাব দল গুছিয়ে ফেলার পর যে খেলোয়াড়রা মূলত দল পাচ্ছিলেন না, তাদের নিয়েই হয়েছে চট্টগ্রাম আবাহনী। অর্থসংকটে যারা খুব বেশি দিন প্রস্তুতি নেওয়ারও সুযোগ পায়নি। কিংস অ্যারেনায় সেই দলকে হারানো মোটেও কঠিন হওয়ার কথা নয়। লিগ শুরুর দিনে নামছে ঢাকা মোহামেডানও। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হচ্ছে তারা। ওয়ান্ডারার্স পেশাদার লিগে যেমন নবাগত গাজীপুরের এই মাঠটিতেও প্রথমবারের মতো হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ম্যাচ। আজ সকালে দুই দল ভেন্যুতে পৌঁছাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটা সময় মোহামেডান-ওয়ান্ডারার্সের মধ্যেই ছিল মূল প্রতিদ্বন্দ্বিতা। সেটা অবশ্য স্বাধীনতার আগের কথা। স্বাধীনতার পর ওয়ান্ডারার্সের জায়গা নিয়েছে আবাহনী। দীর্ঘদিন পর শীর্ষ ফুটবলে ফিরে ওয়ান্ডারার্স হারানো গৌরব কতটা ফিরে পেতে পারে, সেটিই দেখার। যদিও সাদামাটা দলই গড়েছে তারা। বিদেশি ফুটবলার একমাত্র সোলায়মান সিল্লাহ, যিনি এর আগে শেখ জামালে খেলেছেন। মোহামেডানেরও তাই এই ম্যাচ জিততে সমস্যা হওয়ার কথা নয়। অধিনায়ক মেহেদী হাসান যদিও প্রতিপক্ষকে সমীহ করছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিপক্ষকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যোগ্যতা অর্জন করেই তারা প্রিমিয়ার লিগে এসেছে। আমরা তাই কোনো সহজ ম্যাচের কথা ভাবছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লিগের উদ্বোধনী দিনে আজ তিনটা ম্যাচ। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অন্য ম্যাচে পুলিশের মুখোমুখি হচ্ছে ব্রাদার্স। এটি ব্রাদার্সের ঘরের মাঠ।</span></span></span></span></p>