<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮০ ওভার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শেষে নেওয়া নতুন বলটি গতকাল চকচকেই ছিল। কারণ অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে এই বলে খেলা হয় মোটে ৪ ওভার। গতকাল সকালে সেই বল হাতে আগুন ঝরালেন হাসান মাহমুদ। দিনের প্রথম ওভারে এলবিডব্লিউ করে ফেরান জসুয়া দা সিলভাকে। তৃতীয় ওভারে জাকির হাসানের দারুণ এক ক্যাচে তুলে নেন আলজারি জোসেফের উইকেট। তাতে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশ দলের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন বোলিংয়ে দারুণ এক রেকর্ডও গড়েছেন হাসান। টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন তিনি। ছয় মাসের টেস্ট ক্যারিয়ারে ১৩ ইনিংসে ২৫টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৮৬ রান। ব্যাট করছিলেন জাস্টিন গ্রিভস (৩০) ও কেমার রোচ (১০)। ৫ উইকেটে ২৫০ রানে গতকাল দ্বিতীয় দিন শুরু করেছিল ক্যারিবীয়রা।</span></span></span></span></p>