<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৮ থেকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ২০২৪। মাঝের সময়টায় মাঠের বাইরে বাণিজ্য, মাঠের খেলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব দিক থেকে ক্রিকেট ভিন্ন এক রূপ পেয়েছে। এই সময়ে শুধু বদলায়নি ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের সেই দুঃসহ স্মৃতি। প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের সেই দলের মাত্র তিনজন আছেন চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা টেস্টের একাদশে। তারা হলেন লিটন দাস, মমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৪ সালে আরেকটি সফরে একই মাঠে যখন বাংলাদেশ দল খেলছে, হতাশার সেই স্মৃতি এই তিনজনের বেশি মনে পড়ার কথা। দলের ব্যাটিং ভরাডুবির মাঝে সেদিন যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন লিটন। তার ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ২৫ রান। মমিনুল আর মিরাজ করেছিলেন ১ রান করে। সেদিন তো বটেই, বরাবরের মতো ব্যাটিংটা এখনো বাংলাদেশ দলের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। কারণটা স্বাভাবিক। সর্বশেষ ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজে রান করতেই ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। মাঝে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের কিছু উন্নতি ম্লান হয়ে গেছে তাতে। অ্যান্টিগায় তাই লিটন-মমিনুলদের যে বাড়তি মনোযোগ থাকবে, বলার অপেক্ষা রাখে না। এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দেশি মোহাম্মদ সালাউদ্দিন থাকছেন ব্যাটারদের পাশে। তবু চ্যালেঞ্জ উতরানো সহজ হওয়ার কথা নয়। সফরকারীদের একাদশের দিকে তাকালে ব্যাপারটা আরেকটু স্পষ্ট হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেস সহায়ক উইকেটের কথা মাথায় রেখে একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। পেস বোলিংয়ে অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে আছেন আলজারি জোসেফ, জেইডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গ দেবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল রোচ। আগেরবার অ্যান্টিগা টেস্টের সেই ইনিংসে ৫ উইকেট নিয়ে রোচই মূলত বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। পেস বোলিং বিভাগে তার তিন সঙ্গী আলজারি, সিলস ও শামারকে ধরা হচ্ছে লাল বলে ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ। এই তিনজনের হাত ধরে টেস্ট ক্রিকেটে নতুন দিনের স্বপ্ন দেখছে ক্যারিবিয়ানরা। এখন পর্যন্ত হতাশ করেননি তারা। আজ বাংলাদেশের ব্যাটারদের চ্যালেঞ্জটা এখানেই। অভিজ্ঞ মুশফিকুর রহিম, টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেনের অনুপস্থিতিতে বাংলাদেশ তাকিয়ে থাকবে লিটন, মমিনুল, মিরাজের দিকে। তিনজনের কেউ কি মিকাইল লুইস কিংবা অলিক অ্যাথানজে হতে পারবেন? এই দুজনের ১৪০ রানের জুটিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও দুই তরুণ ব্যাটারই আউট হয়েছেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নার্ভাস নাইন্টিজে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন একটা জুটির চাওয়াও যেন কঠিন সফরকারীদের জন্য! কারণ গত দুই বছরে ১৫ টেস্টের ২৮ ইনিংসে ৪০ রানের ওপরে ৫০টি জুটির মাত্র ১০টিকে ১০০ বা তার বেশি রানে নিতে পেরেছে বাংলাদেশ। বোঝাই যাচ্ছে, জুটি গড়তে বেশ হিমশিমই খাচ্ছে বাংলাদেশ। প্রায় প্রতি ইনিংসেই দলীয় স্কোর ৪০ ছোঁয়ার আগে টপ অর্ডার সাজঘরে ফিরে যাচ্ছে। ব্যর্থতা থেকে বের হতে বাংলাদেশের ব্যাটারদের সামনে তাই বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে সেই অ্যান্টিগায়।</span></span></span></span></p>